ব্রিটিশদের পা চাটা অভ্যাসটা ভারতের এখনো আছে।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৮ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:২৮ রাত

পাড়ার ক্রিকেটের ধরণ সম্পর্কে একটু বলি।

এখানে একজন স্বঘোষিত অধিনায়ক থাকে। এই অধিনায়ক ঠিক করে দিবে কে কে খেলবে। খেলতে চাইলে অধিনায়কের সাথে সুসম্পর্ক রাখা জরুরী।কারণ ব্যাট বলের মালিক সে নিজেই।

তার সাথে খেলাটা বড়ই মুশকিল। আউট হলে বলবে " আজকে আর খেলুম না। শরীরটা ভাল লাগছে না। " তারপর ব্যাট বল নিয়ে সোজা বাড়ি চলে যাবে। বাকি সবার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না।

.......................................

এবার আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে বলি।

আন্তর্জাতিক ক্রিকেটের মহীরুহ হল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় সব ব্যায়ভার তারাই বহন করে।

তাই ভেবেছিল, টাকা যেহেতু তাদের ম্যাচও জিতবে তারা। কিন্তু বিধিবাম। কোথাকার কোন পুঁচকে বাংলাদেশ তাদের গলার কাটা হয়ে দাড়িয়ে যাচ্ছে দিনদিন।

তাই তারা ব্যাট বল গুটিয়ে বাড়ি যাওয়ার চিন্তা করেছিল। ভাবখানা এমন যে "আজকে আর খেলুম না। শরীরটা ভাল লাগছে না। "

....................................

কিন্তু প্রশ্ন হল, বাড়ি যাওয়ার পথে তারা ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে সাথে নিল কেন.?

এর উত্তর দেয়ার জন্য পিছন ফিরে উপমহাদেশের ব্রিটিশ শাসনের দিকে তাকাতে হবে।

সারা উপমহাদেশে যখন ফরায়েজী আন্দোলন, সিপাহী বিদ্রোহ, তিতুমীরের বাঁশেরকেল্লা ইত্যাদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুখর তখন ভারতের নেতৃত্ব পর্যায়ের কিছু লোক ব্রিটিশদের পা চাটার ভূমিকায় অবতীর্ণ হয় এবং ব্যাপক উন্নতি করে।

সেই পুরাতন অভ্যাস তাদের এখনো পরিবর্তন হয় নাই। তারা এখনো ব্রিটিশদের পা চেটে ফায়দা লুটতে চায়। মনে হয় ভবিষ্যতেও তারা ব্রিটিশদের পা চেটেই যাবে।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169241
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্রিটিশদের পা চাটা অভ্যাসটা ভারতের এখনো আছে।এটাই তাদের চরিত্র ,ধন্যবাদ ভাইয়া
169242
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
গৃহস্থের কইন্যা লিখেছেন : ১৯০৫ সালে বঙ্গভংগের সময় বাংলাদেশের নমশুদ্র মুসলমানরাই ইংরেজদের পা-চেটেছে সবচেয়ে বেশি...........
169304
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৯
তরিকুল হাসান লিখেছেন : ভাবখানা এমন
যে "আজকে আর খেলুম না। শরীরটা ভাল
লাগছে না। "

চমৎকার লিখেছেন ।
169446
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতিয় রা হচ্ছে সেই ব্রাম্মনদেরই বংশধর যারা সব কিছু বিনা পরিশ্রমে নিজের বলে মনে করে ।
ক্রিকেট টাকেও তাই মনে করছে।
169471
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৪
হতভাগা লিখেছেন : গোলামীর রক্ত এদের শরীরে ।
169492
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ
171178
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৪২
সাইদ লিখেছেন : স্বভাব কি সহজে পরিবর্তন করা যায় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File